এখনি দেখে নিন আপনার ইন্টারনেটের স্পিড কেমন ২০২৪
আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভাল আছেন।
আজকের বিষয় হলো অনেকেই আছেন যারা ইন্টারনেটের স্পিড চেক করতে পারেন না।
আজকে আমি দেখাবো সেরা দুটি সাইট যেখান থেকে আপনারা খুব সহজেই ইন্টারনেটের স্পিড দেখতে পারবেন।
১ নাম্বার : Ookla Speed Test
প্রথমে OOKLA সাইটে যাওয়ার পর go তে ক্লিক করার পর আপনার মোবাইল কিংবা কম্পিউটাারের ইন্টারনেটের স্পিড খুব সহজে দেখতে পারবেন।
২ নাম্বার : https://fast.com/
প্রথমে গুগোলে fast.com লিখে সার্চ দিলে প্রথম ওয়েব সাইটটিতে প্রবেশ করবেনএখানে অটোমেটিক দেখতে পারবেন ইন্টারনেটের রিয়েল টাইম স্পিড। এখানে আপনি আপনার কম্পিউটার কিংবা মোবাইলের ইন্টারনেটের গতি খুব সহজে দেখতে পারবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আবারো খুব শীগ্রই নতুন পোস্ট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।