আপনার ব্লগার ওয়েবসাইটের পোষ্ট কপি করা বন্ধ করুন

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেকে নতুন ব্লগিং শুরু করে এবং বিভিন্ন রকম পোস্ট লেখা শুরু করে। কিন্তু কিছু লোক পোস্ট গুলো কপি করে নিয়ে তাদের ব্লগে পোস্ট করে। তাই আজকে এই বিষয়টি সমাধান করব কিভাবে খুব সহজে আপনার ব্লগার সাইটটিতে কপি পোস্ট বন্ধ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল।

কপি পোস্ট করা বন্ধ করতে নিচের দেওয়া স্কিনশট গুলো অনুসরণ করুনঃ

প্রথমে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন ।

এরপর Layout এ ক্লিক করুন।

তারপর add a gadget এ ক্লিক করুন।

এখন HTML/JavaScript এ ক্লিক করুন।

HTML/JavaScript

<script src=’nigaircopyprotect/googleapis.js’></script>

 

<script type=’text/javascript’>

If (typeof document.onselectstart!=”undefined”) {document.onselectstart=new Function (“return false”);} else {document.onmousedown=new Function (“return false”); document.onmouseup=new Function (“return true”);}

</script>

এখন সেভ বাটনে ক্লিক করে সেভ করুন।

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top