কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে আপনার ব্লগার ওয়েব সাইট সাবমিট করবেন ২০২২

 আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে খুব সহজে আপনার ওয়েবসাইটটি গুগলে সাবমিট করবেন। 
google search console submit website

ব্লগার ওয়েবসাইট গুগলে সাবমিট করার নিয়মঃ

প্রথমে Blogger.com এ ক্লিক করুন। এরপর নিচের দেওয়া স্ক্রিনশটগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার ওয়েবসাইটটি গুগলে অ্যাড করতে পারবেন।
Settings এ ক্লিক করুন।

এখানে Google search console এ ক্লিক করুন।

এখানে continue এ ক্লিক করুন।

এখানে চার থেকে পাঁচ সেকেন্ড সময় নেবে। এরপর অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে।

এখানে Done এ ক্লিক করুন।

এরপর থ্রি ডট মেনু থেকে sitemaps এ ক্লিক করুন।

এখানে sitemap.xml বসিয়ে দিলেই সম্পন্ন কাজ কমপ্লিট হয়ে যাবে।

এখন আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে google search console অ্যাড করা হয়ে গেছে।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহাফেজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top