সেরা ডোমেইন নাম সাজেশন টুল এবং যেগুলো মাথায় রেখে ডোমেইন কিনবেন

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন । আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কিভাবে সেরা ডোমেইন নাম নির্বাচন করা যায়।
বেস্ট-ডোমেইন-নাম-সাজেশন-টুল

ডোমেইন নাম সাজেশন টুলঃ

আমরা যারা নতুন ওয়েবসাইট খুলতে চাচ্ছি কিন্তু ভালো ডোমেইন নেম খুঁজে পাচ্ছি না তখন ডোমের নাম খুঁজার জন্য সেরা উপায় হল ডোমাইন নাম সাজেশন টুল এর মাধ্যমে খুব সহজে ভালো মানের ডোমেন নাম খুঁজে পাওয়া সম্ভব তাই আজকে দেখাবো কিভাবে ডোমেন নেম সাজেশন টুলের মাধ্যমে ভালো ডোমেন নাম খুঁজে পাওয়া সম্ভব । আজকে আপনাদের Instant Domain Search এর মাধ্যমে সেরা ডোমেইন নেম নির্বাচন করা শিখাবো।
প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন

এরপর নিচের দেওয়া স্ক্রিনশট গুলো অনুসরণ করুন :

DOMAIN NAME SUGGESTION TOOL


এখানে আপনি আপনার ওয়েবসাইটের বিষয় / Niche লিখে সার্চ করুন দেখবেন নিচে অনেকগুলো ডোমাইনের নাম চলে এসেছে এখান থেকে আপনার পছন্দের ডোমার নামটি সিলেক্ট করতে পারবেন। 
PERFECT DOMAIN NAME

সঠিক ডোমেইন নাম নির্বাচন

ডোমেইন নাম সাজেশন টুল ওয়েবসাইট লিস্ট :

1. Instant Domain Search

2. Domainr

3. Name Tumbler

4. Name Station

5. Panabee

6. Nameboy

7. Lean Domain Search 

8. Namemesh

উপরে উল্লেখিত ওয়েবসাইট গুলো থেকে খুব সহজে ডোমেন নাম সাজেশন পেতে পারেন। ডোমেন নেম পছন্দ হওয়ার পর Google Domains অথবা Namecheap থেকে ডোমাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

ডোমেইন Registration বা কেনার আগে অবশ্যই নিম্ন লিখিত বিষয় গুলো মাথায় রাখবেন :

1. Keyword দিয়ে ডোমেইন নাম নির্বাচন না করা

2. ডোমেইন নাম এ অবাঞ্চিত Word ও Hyphen ব্যবহার না করা

3. ডোমেইন নামটি Brandable রাখার চেষ্টা করা

4. ছোট ও সহজে মনে রাখা যায় এমন ডোমেইন নাম নির্বাচন করা

5. সঠিক ডোমেইন Extensions দিয়ে শুরু করা

6. Trademark ও Copyright বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া

7. পছন্দের ডোমেইন নাম দ্রুত Registration করা

পরিশেষে, লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমাদের একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে মন্তব্য করে জানাবেন। আমরা আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবো।
Next Post Previous Post
1 Comments
  • ARMAN ISLAM
    ARMAN ISLAM 11:35

    সেরা একটি পোস্ট

Add Comment
comment url