স্বার্থপরে ভরা পৃথিবীটা

 স্বার্থপরে ভরা পৃথিবীটা

লেখিকা তানিয়া আকতার

স্বার্থপরে ভরা পৃথিবীটা

আমাদের জীবনটা ক্ষনিকের জন্য, কোনো নির্দিষ্টতা নেই। এই আছি তো এই নেই। আর এই পৃথিবীতে মানুষ তার সার্থের জন্য কিনা করে। ওই সুন্দর পৃথিবীতে মা বাবা ব্যতীত অন্য কেউ নিঃস্বার্থ ভালোবাসে কিনা আমি জানিনা অনেকে ভালোবাসার মুখোস পড়ে থাকে বুজা যায়না আদও সে আমাদেরকে ভালোবাসে কিনা। খুব কম আছে মানুষ এই পৃথিবীতে যে স্বার্থ ছাড়া কিছু করে না…. আমি এটা বুঝতে পারিনি এই ক্ষনিকের পৃথিবীতে এত স্বার্থপর কেন হওয়া দরকার।
কাউকে ওতটা বিশ্বাস করনা যে বিশ্বাসের মর্যাদা সে রাখতে পারে না। যখন তোমার বিশ্বাসটা ভেঙ্গে দেয় কেউ তখন বলার কিছুই থাকেনা। তখন কষ্ট হয় অনেক অনেক বেশি যা প্রকাশ করা যায় না। কারো জীবনে, এমন মানুষ এসেছে কী যে শুধু নিজের স্বার্থ বুজে, পর্যবেক্ষণ করে দেখ বেশি ভাগ মানুষই তাই । নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু করতে চায়না এখন কার দিনে। কিন্তু কেন? আমি আমার এমন একটা বন্ধু চাই যে নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজ করবে না। সে হবে সৎ, চরিত্র হবে সুন্দর আমার সাথে কোনো রাগারাগি করবে না। আমি যদি কোনো ভুল করি তাহলে আমার উপর রাগ না করে, আমাকে কষ্ট না দিয়ে কথা বলে আমাকে ভালোভাবে বুঝাবে। আমি কী চাই, আমার ইচ্ছগুলি কে কী, আমার কোন গুলো ভালো লাগে, কোন গুলো ভালো লাগে না, এগুলো বুঝতে তবেই সে আমার প্রকৃত বন্ধু হতে পারবে অর্থাৎ সে হবে আমার সেরা বন্ধু, কিন্তু আমি এমন কোনো বন্ধু কোনোদিন পারো আমার জীবনে আমি নিজেও জানি না।
কাউকে যদি ভাবা হয় সে সবার থেকে আলাদা, আর এমন যদি ভাবা হয় অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারবে না তাহলে তো আমি একেবারে গাধা। হঠাৎ করে মজা করে সত্য কথা না বললে বুজাই যায় না কার মনের ভিতর কী আছে চাইনা কাউকে কষ্ট দিয়ে কথা বলার স্বভাব আমার নয় তাও এই ভুলটা করা হয়েছিল ৪ নভেম্বর ২০১৯, খুবই দুঃখিত আমি কাউকে ইচ্ছা করে কষ্ট দিয়ে কথা বলতে চাইনা।
স্মৃতি সেটা ভালো হোক বা খারাপ সেটা আমাদের সারাজীবন বয়ে নিয়ে যেতে হয়।
ভালোবাসা হলো কাউকে ছাড়তে গিয়ে কষ্ট পাওয়া আর ভালো লাগা হলো কারো কাছ থেকে দূরে সরে, গিয়ে তাকে মনে রাখা। আমাদের জীবন কত ছোট আর এই ছোট জীবনে আমর কত মানুষের, সাথে পরিচিত হয় কেউ ভালো আসকেউ বা খারাপ। যাই যেরকম হোক না কেন সবার সাথে চালে। কাহার কথা বলা উচিত। কারন আমাদের মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন: শত্রুর সাথে ভালো ব্যবহার করলে শত্রু ও একদিন বন্ধুতে পরিনিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top