ফ্রী ফায়ার খেলার জন্য সেরা ভিপিএন
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো । সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ফ্রী ফায়ার খেলার জন্য কোন ভিপিএনটি সেরা হবে আমার মতে সেটা হচ্ছে
Power VPN এটিতে রয়েছে অনেকগুলি সার্ভার যেমন: সিঙ্গাপুর, ভারত, ইন্দোনেশিয়া এগুলো সার্ভারে কানেক্ট করে খুব ভালো Ms পাওয়া যায়। প্রথমে দেখে নেই কিভাবে কানেক্ট করবেন :
এখানে Region বোতামটিতে ক্লিক করুন। এরপর এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটি সিলেক্ট করুন ।এখানে সব থেকে কম Ms যেটা শো করবে সেটা সিলেক্ট করুন করুন।
কানেক্ট বাটনে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে আপনার Vpn কানেক্ট হয়ে যাবে। এখন আপনি খুব সহজেই যে কোন গেম প্লে করতে পারবেন। যেটা আপনার কান্ট্রিতে ব্যান করা আছে। সেই গেমগুলো সহজে খেলতে পারবেন উদাহরণস্বর: ফ্রী ফায়ার, PUBG ইত্যাদি গেম খেলতে পারবেন।
ধন্যবাদ সবাইকে পোস্টটা পড়ার জন্য, পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।