বুঝেছি ভুল কবিতা
বুঝেছি ভুল লেখক মুহাম্মদ হৃদয় জানিনা কেন এমন হলো তাকে কেন লাগলো ভালো? ভালো লাগে না তাকে ছাড়া মনে হয় না পেলে তাকে যাব মারা। ভাবনায় সে থাকে মনে সারাক্ষণ, চাহনি তার কেড়েছিল এ মন! ভেবেছিলে এ হৃদয় সেও ভাবে আমায়। ভাবনা যে আমার হইলো ভুল ভাবেনি আমায় বুঝেছি ভুল। আজও মন হারিয়ে যায় তার …