গিনেস বুকে বাংলাদেশের রেকর্ড সমূহ 

গিনেস বুকে বাংলাদেশের রেকর্ড সমূহ 

গিনেস বুকে বাংলাদেশের রেকর্ড সমূহ  “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস” ১৯৫৫ সালে ২০০০ সাল থেকে গিনেস বুক অফ রেকর্ডস হিসাবে এবং এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস হিসাবে প্রকাশিত হিসাবে পরিচিত। এটি একটি রেফারেন্স-বই এটি বিশ্ব অর্জনকে এবং তার চূড়ান্ততার উভয় রেকর্ডকে বিশ্বব্যাপী রেকর্ড করে প্রাকৃতিক বিশ্বের।

গিনেস বুকে বাংলাদেশের রেকর্ড সমূহ
গিনেস বুকে বাংলাদেশের রেকর্ড সমূহ 

 

বিশ্বের সকলপ্রকার রেকর্ড সংরক্ষণ করার আন্তর্জাতিক ও অত্যন্ত জনপ্রিয় ‘বই এটি’। সেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাও। এ পর্যন্ত বেশ কয়েকবারই আমাদের বাংলাদেশের নাম গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডস এসেছে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বাংলাদেশ কতবার এবং কীভাবে গিনেসে নাম লিখিয়েছে বাংলাদেশেরাঃ

গিনেস বুকে বাংলাদেশের রেকর্ড সমূহঃ

 

১/ পাঁচ ভাই বিয়ে করেন পাঁচ বোনকে
২/ সবচেয়ে ভারি শিল
৩/ বন্যায় রেকর্ড সংখ্যক গৃহহীন মানুষ
৪/ দীর্ঘতম মানববন্ধন
৫/ হাত ধোয়ার রেকর্ড
৬/ সবচেয়ে পাতলা দেশ
৭/ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি
৮/ লাখো কন্ঠে জাতীয় সংগীত
৯/ ফুটবল শৈলী
১০/ সাইকেল চালিয়ে রেকর্ডবুকে
১১/ সবচেয়ে বড় উপসাগর
১২/ বিশ্বের সবচেয়ে বড় ব্যাট
১৩/ সুপার গ্র্যান্ড ফাদার
১৪/ টেবিল টেনিসে বিশ্বরেকর্ড
১৫/ সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন 

 

এছাড়াও আরো রেকর্ড থাকতে পারে যেগুলা হয়তো আমার অজানা রয়েছে আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। 

 

পাঁচ ভাই বিয়ে করেন পাঁচ বোনকে

পাঁচ ভাই বিয়ে করেন পাঁচ বোনকে

বিয়ে সম্পন্ন হয় ১৯৭৭ থেকে ১৯৯৬ সালের মধ্যে নরেন্দ্র নাথ ও তারামনি রায় দম্পতির পাঁচ মেয়ের সঙ্গে তারাপদ কর্মকার ও খানা রানি রায় দম্পতির পাঁচ ছেলের।

 

সবচেয়ে ভারি শিল

সবচেয়ে ভারি শিল

গোপালগঞ্জে ১৯৮৬ সালের ১৪ এপ্রিল শিলাবৃষ্টি হয়েছিল। সেই সময় যে শিল পড়েছিল তার কোনো কোনোটির ওজন ছিল প্রায় এক কেজি। ওই দিন ৯২ জন নিহত হয়েছিলো।

 

বন্যায় রেকর্ড সংখ্যক গৃহহীন মানুষ

বন্যায় রেকর্ড সংখ্যক গৃহহীন মানুষ

১৯৯৮ সালে বাংলাদেশের প্রায় ৫৭ শতাংশ এলাকা বন্যা কবলিত হয়েছিল। সেই সময় প্রায় ২৫ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

 

দীর্ঘতম মানববন্ধন

দীর্ঘতম মানববন্ধন

২০০৪ সালের ১১ ডিসেম্বর ৫০ লক্ষেরও বেশি মানুষ একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়েছিলেন। সরকারের বিরুদ্ধে ‘অনাস্থা’ প্রকাশের এই কর্মসূচির আয়োজনে ছিল আওয়ামী লীগ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই মানববন্ধন ১,০৫০ কিলোমিটার দীর্ঘ ছিল।

 

হাত ধোয়ার রেকর্ড

হাত ধোয়ার রেকর্ড

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ২০০৯ সালের ১৫ অক্টোবর ৫২৯৭০ জন মানুষ একসঙ্গে হাত ধুয়ে বিশ্ব রেকর্ড করেন যেটা ইউনিসেফ, লাইফবয়,‌ ব্র্যাকসহ সম্মিলিত উদ্যোগ ছিল।

 

সবচেয়ে পাতলা দেশ

সবচেয়ে পাতলা দেশ

রাষ্ট্রতো আর পাতলা হতে পারে না, পাতলা হতে পারে তার মানুষ৷ সেই হিসেবে ২০১০ সালে বিশ্বের ‘সবচেয়ে পাতলা দেশ’ হিসেবে বাংলাদেশের নাম ওঠে গিনেস বইয়ে। সেই সময় মেয়েদের গড় বিএমআই “বডি ম্যাস ইনডেক্স” ছিল মহিলাদের ২০.৫, আর পুরুষদের ২০.৪

 

জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি

জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি

গিনেস বলছে, ২০১০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ২২ লাখ ২১ হাজার। দেশটির আয়তন ৫৫ হাজার ৬০০ বর্গকিলোমিটার। সেই হিসেবে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ২,৯১৮ জন।

 

লাখো কন্ঠে জাতীয় সংগীত

লাখো কন্ঠে জাতীয় সংগীত

২০১৪ সালের ২৬ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তায় লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার ১৩ দিন পর গিনেসের রেকর্ডবুকে জায়গা হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঢোকার সময় স্বয়ংক্রিয় যান্ত্রিক গণনা অনুসারে লোক হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন। এতেই আগের বছরের ৬ মে ভারতে সাহারা গ্রুপের আয়োজনে এক লাখ ২২ হাজার লোকের একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডটি ভেঙে নতুন বিশ্বরেকর্ড হয়।

 

ফুটবল শৈলী

ফুটবল শৈলী

রোলার স্কেটের উপর দাঁড়িয়ে মাথার উপর ফুটবল নিয়ে ২৭.৬৬ সেকেন্ডে ১০০ মিটার পার হয়েছেন আব্দুল হালিম। ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এই নৈপুণ্য দেখান তিনি।

 

সাইকেল চালিয়ে রেকর্ডবুকে

সাইকেল চালিয়ে রেকর্ডবুকে

এক সারিতে একসঙ্গে ১,১৮৬ জন সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম বড় সংগঠন ‘বিডিসাইক্লিস্টস’। বিজয় দিবসে সংগঠনটি এই সাইকেল চালনার আয়োজন করেছিল।

 

সবচেয়ে বড় উপসাগর

সবচেয়ে বড় উপসাগর

বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার।গিনেস বুক মতে,এটি বিশ্বের সবচেয়ে বড় উপসাগর।

 

বিশ্বের সবচেয়ে বড় ব্যাট

বিশ্বের সবচেয়ে বড় ব্যাট

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটের দৈর্ঘ্য ১১১ ফুট ও প্রস্থ ১২.৫ ফুট।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র মিলে বিশ্বকাপ উপলক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাট বানিয়েছিলেন।এই ব্যাটটি বানাতে তাদের সময় লেগেছিল ১৫ দিন।

 

সুপার গ্র্যান্ড ফাদার

সুপার গ্র্যান্ড ফাদার

১১৫ বছর বয়সে বগুড়ার মোহম্মদ রজব আলীর নাম গিনেস বুকে “সুপার গ্র্যান্ড ফাদার” ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা প্রায় ৫০০ এরও বেশি।

 

টেবিল টেনিসে বিশ্বরেকর্ড

টেবিল টেনিসে বিশ্বরেকর্ড

বাংলাদেশের জোবেরা রহমান লিনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়ে নাম লেখিয়েছেন গিনেস বুকে।

 

সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন

সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন

খন্দকার শিহাব আহম্মেদ নামের এক ছাত্র বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন তৈরি করেছে,যেটি ৪২০ ফুট লম্বা।২৭০০০ পিন ব্যবহার করে তৈরি করেছেন এই চেইন।

 

এছাড়াও আরো রেকর্ড থাকতে পারে যেগুলা হয়তো আমার অজানা রয়েছে আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এই পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের ওয়েবসাইট থেকে আরও পোস্ট করতে হোমপেজ ভিজিট করুন কোন। প্রশ্ন ও মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না। পুরো পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

বাংলাদেশের শীর্ষ 10 অনলাইন পরিষেবা প্রদানকারী অ্যাপস এবং ওয়েবসাইট

বাংলাদেশের ভোক্তা বাজারের একটি সংক্ষিপ্ত বিবরণ

লেবেলিং তত্ত্ব কী? (Labelling Therory)

Leave a Comment