বিনিময় মানি ট্রান্সফার

বিনিময় মানি ট্রান্সফার

বিনিময় মানি ট্রান্সফার তৈরির মাধ্যমে অনায়াসে যে কোন স্থানে টাকা পাঠানো যাবে। চাইলে আপনি দেশের যেকোনো ব্যাংকের মধ্যে পাঠাতে পারেন অর্থ। একটি অ্যাপ ব্যবহার করে হাজারো প্লাটফর্মে টাকা পাঠাতে পারেন। আরেক জন্য ব্যবহার করতে হবে বিনিয়োগ অ্যাপ।
 
বিনিময় মানি ট্রান্সফার, Binimoy, BINIMOY, binimoy, বিনিময়, Binimoy Website, Binimoy Apps, Binimoy Website Apps, Binimoy Bd, Binimoy Pay,Binimoy BD
বিনিময় মানি ট্রান্সফার

 

আজকের পোস্টের মাঝে আমরা বিনিময়ে অ্যাপ দিয়ে বিকাশ নগদ রকেটে টাকা হস্তান্তর সিস্টেম জানবো। তারই সঙ্গে জেনে নিব বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর উপায়। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় টাকা পাঠাতে পারবেন। শুধু একটি অ্যাপ ব্যবহারে।
 
দেশের যেকোনো অর্থ লেনদেন প্লাটফর্ম গুলোতে বিশাল সহযোগী প্রভাত খেলবে বিনিময়। এতে করে আপনি চাইলে আপনার মোবাইলে শুধু একটিমাত্র অ্যাপ্লিকেশন ব্যবহার করেই সবগুলো পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ বিকাশ অ্যাপ্লিকেশন থাকলেই আপনি অন্য বাকি সবগুলোতে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও লেন্থেনের অগ্রগতি আরো বেড়ে যাবে আগের তুলনায়।

বিকাশ থেকে যেকোনো জায়গায় টাকা পাঠানোর উপায়

 
বিকাশ থেকে যেকোনো জায়গায় টাকা পাঠাতে হলে বিনিময় অ্যাপ ব্যবহার করতে হবে। এর সাহায্যে যে কোন স্থানে টাকা পাঠাতে পারেন। বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে সর্বপ্রথমে আপনাকে বিনিময় অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টেশন করার জন্য নিয়ম জানতে হবে। রেজিস্ট্রেশন করে ফেললেই আপনি বিকাশ এপ্লিকেশন থেকেই বিভিন্ন স্থানে টাকা হস্তান্তর করতে পারেন। অর্থাৎ বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার, রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার, বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার। তাছাড়া বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার, বিনিময় মানি ট্রান্সফার
 

বিনিময় অ্যাপ এ রেজিস্ট্রেশন এর নিয়ম 

 
খুঁজে পাওয়া যাচ্ছে না বিনিময় অ্যাপ্লিকেশন গুগলে। গুগলে খুঁজে না পেলেও আপনি পেয়ে যাবেন অন্য উপায়। এজন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে বিকাশে। সেখান থেকে একটু নিচে গেলেই দেখতে পারবেন বিনিময় নামক একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে আপনি একটি নতুন ট্যাবে চলে যাবেন। সেখান থেকে নিজের ইমেইল আইডি এবং একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। তারপর তো অবশ্যই লোকেশন পারমিশন অন করে দিবেন।
 
এরপরে আপনি সেখান থেকে পরের স্টেপে গেলে নিজের পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। পাসওয়ার্ড এবং পিন নাম্বার সেট করার পরে আপনার কাজ সম্পন্ন। এরপরে বিনিময় অ্যাপ্লিকেশন ইন্সটল হয়ে গেছে। এবং আপনি বিনিময় অ্যাপ্লিকেশনে এখন তৈরি করে ফেলেছেন। তবে বিনিময় অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য অন্য উপায় অবলম্বন করতে।
 
এজন্য গুগলে গিয়ে সার্চ দিলে বিনিময় অ্যাপ্লিকেশন পাবেন। ফাইল ম্যানেজার এ গিয়ে ওপেন করতে হবে। তারপর সেখান থেকে আপনি ইনস্টল বাটনে ক্লিক দিলে তা নিশ্চয় হয়ে যাবে। এরপরে ঠিক একই নিয়ম অবলম্বন করে সেখানে যে পারমিশন গুলো চাইবে সবগুলো দিয়ে দিবেন।
 

 বিকাশ থেকে যেকোনো ব্যাংকে 

বিকাশ থেকে যেকোন ব্যাংকে টাকা পাঠানোর জন্য, একই নিয়ম অনুসরণ করে বিনিময় ঢুকতে হবে। মূল কথা এর কোন অ্যাপ্লিকেশন এখনো আসেনি। তাই সকল ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনে রয়েছে বিনিময় সেবা। এজন্য সকল অ্যাপ্লিকেশনের মধ্য থেকে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
 
এখনই অনুসরণ করে ইনফরমেশন গুলো দিয়ে বিকাশের মধ্যে থেকে আপনি লগইন করে নিবেন বিনিময়ে। বিনিময়ে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড কোড থাকবে। আর এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস বলে আপনাদের এসব মনে রাখতে হবে।
তারপর আপনি লগইন করলেই সেখান থেকে তিন নম্বর অপশনে ক্লিক দিবেন। আর তারপর সেখান থেকে মূলত আপনি অনায়াসে টাকা পাঠাতে পারবেন বিনিয়োগ থেকে যেকোনো ব্যাংকের মাধ্যে।
 
কিন্তু মনে রাখতে হবে যে কোন জায়গাতে টাকা পাঠাতে হলে সেই জায়গাতে এটি ইউজার নেম থাকতে হবে। ধরুন আপনি বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবেন তখন আপনার রকেট এর মধ্যে বিনিময় অ্যাপের এক্সেস থাকতে হবে। এর জন্য রকেটের মধ্যেও একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিনিময়। তাহলে চলুন তৈরি করে ফেলি রকেটে একটি অ্যাকাউন্ট।

রকেটে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন 

 
রকেটে বিনিময় রেজিস্ট্রেশন করার জন্য ঠিক একই নিয়মে লগইন করে নিতে হবে। এরপর ড্রপডাউন করলেই বিনিময় নামক একটি অপশন পাবেন। এবং তারপর সেখান ক্লিক করতে হবে। এখান থেকে একটি এখন তৈরি করতে হবে বিকাশে যেমন ভাবে করেছিলেন। তাহলে চলুন এবার জেনে নিই বিনিময় মানি ট্রান্সফার সিস্টেম।
 

বিকাশ থেকে রকেটের টাকা ট্রান্সফার 

 
 বিকাশ থেকে রকেট ট্রান্সফার করার জন্য বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। আর তার পূর্বে রকেটে ইউজার নেম তৈরি করেছিলেন সেটি রাখতে হবে। এরপরে বিনিময় একাউন্টের মধ্যে এসে লগইন করতে হবে। লগইন কার্যক্রম সম্পন্ন করে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাকে সেখান থেকে পে অপশনে ক্লিক করতে হবে। 
 
এরপরে সেখান থেকে রকেটের সেই ইউজার নামটি দিতে হবে। এবং অর্থের পরিমাণ সঠিক রেখে পেমেন্ট অপশন এ ক্লিক করতে হবে। তাছাড়া আপনি যদি রকেটের থেকে বিকাশে টাকা রিকোয়েস্ট করতে চান। অর্থাৎ আপনি চাচ্ছেন বিকাশে ডিরেক্ট রকেট থেকে টাকা নিতে। তাহলে বিনিময় একাউন্টে আবারও ঢুকে তৃতীয় অপশনে ক্লিক করতে হবে।
 
তারপর একই নিয়ম অনুসরণ করে ইউজারনেম এবং বাকি সবকিছু ঠিক রেখে টাকা নিতে পারবেন। তা বাদে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে হলে রকেট একাউন্টে ঢুকতে হবে। এবং তারপর সেখান থেকে একই সিস্টেম অনুসরণ করে টাকা পাঠাতে পারবেন।

বিনিময় থেকে ব্যাংকে টাকা টান্সফার 

সোনালি ব্যাংক, ইনস্ট্যান্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূর্বালী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক বিনিয়োগের সঙ্গে যুক্ত। এর মাধ্যমে বিকাশ থেকে এসব ব্যাংকে কিংবা ব্যাংক থেকে বিকাশে নেওয়া যাবে বিনিময়ের সাহায্যে টাকা।
 
তাছাড়াও চাইলে নগদ এবং আরো বিভিন্ন সার্ভিস গুলো থেকে টাকা লেনদেন করতে পারবেন এইসব ব্যাংকে। বিনিময়ের আওতাভুক্ত সকল সার্ভিস কেন্দ্র গুলোতে মূলত আপনারা টাকা লেনদেন করতে পারবেন। বলতে পারেন অর্থায়নের যুগে নতুন একটি সহজ সুযোগ গড়ে তুলেছে বিনিয়োগ।
 

বিনিময় নিয়ে প্রশ্ন এবং উত্তর

 
 বিনিময় অ্যাপ্লিকেশন ডাউনলোড এর উপায় কি?
 
বিনিময় অ্যাপ্লিকেশন ডাউনলোড এর প্রয়োজন পড়ে না। এর জন্য সরাসরি আর্থিক লেনদেন করা যায় অন্যান্য মাধ্যমগুলো থেকে।
 
 বিনিময় অ্যাপ এ রেজিস্ট্রেশন করব কিভাবে? 
 
উপরে বিনিময়ে রেজিস্ট্রেশন এর নিয়ম জানানো হয়েছে। যা অনুসরণের মাধ্যমে আপনি অ্যাপ এ রেজিস্ট্রেশন করতে পারেন।
 
 বিনিময় থেকে বিকাশে কি টাকা পাঠানো যাবে?
 
বিকাশ থেকে নগদে কিংবা রকেটে টাকা পাঠানো যাবে। বিনিময়ের ব্যবহার করে আপনি যে কোন অনলাইন প্লাটফর্মগুলোতে অর্থ আদান প্রদান করতে পারেন। এর জন্য বিনিময়ে হচ্ছে একটি সহযোগী প্ল্যাটফর্ম।
 
অর্থাৎ আপনি বিনিময় টাকা রাখতে পারবেন না। আবার সরাসরি বিনিময়ে থেকে আপনি টাকা আরাম প্রদান করতে পারবেন না।
শেষ কথা:
 
বিনিময় একটি বাংলাদেশের সরকারি ভেরিফাইড অ্যাপ্লিকেশন। আর এটি ব্যবহারে আমাদের জীবন আরো সহজ হয়ে যাবে। বিকাশ থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে আগে ওই দূর করে তারপরে ক্যাশ ইন করা লাগতো। তবে এখন তার সহজতার হয়ে দাঁড়িয়েছে অনেক অংশে। কেউ যদি আপনার কাছে নগদে টাকা চাই তাহলে দিতে পারবেন বিকাশ থেকে। আমার চেয়েও যদি বিকাশে টাকা চায় নগর থেকে দিতে পারবেন।

Leave a Comment