সিমের সকল তথ্য

সিমের সকল তথ্য

সিমের সকল তথ্য

জি পি সিমের সকল তথ্য


Grameenphone এর Online Flexi Plan এর মাধ্যমে এমবির মেয়াদ বাড়ানো যায়! তবে খুব ঝামেলাদায়ক।

যেমনঃ-

প্রথমে ০ চাপুন, তারপর ০৪ MB সিলেক করুন, তারপর ৩০ দিন আরো অনেক কাবজাব,

এ পদ্ধতিতে অপেরা মিনি দিয়ে মেয়াদ বাড়ানোও কষ্টকর এবং অসম্ভব…. কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জামেলা মুক্ত ভাবে মাত্র দুই ক্লিকেই নিজের এবং অন্যের এমবির মেয়াদ বাড়িয়ে নিবেন।। এমবির মেয়াদ ৩০ দিন বাড়াতে আপনার ৪ টাকা খরচ করতে হবে, তবে ৪ টাকার ৪ এমবি আপনাকে দিয়ে দেবে GP Company।

 

এবার আসি কাজের কথায়ঃ-

প্রথমে grameenphone dot com/flexi-plan যান।। দেখেন “Mobile Number” লেখার নিছে একটা বক্স এসেছে, ওখানে আপনার জিপি নাম্বারটা দিন। যেটার এমবির মেয়াদ বাড়াতে ইচ্ছুক… তারপর Continue লেখাতে ক্লিক করুন…. এবার দেখুন নিছের মত একটা পেজ এসেছে এবং আপনার মোবাইলে ম্যাসেজের মাধ্যমে একটা কোড গেছে।

 

ম্যাসেজ থেকে ঐ কোডটা এনে বক্সে বসান…

দেখেন আমি বসিয়েছি… এবার

“AGREE & CONTINUE” অফসনে ক্লিক করুন। ব্যস, এবার দেখুন আপনার এমবির মেয়াদ বেড়ে গেলো ১ মাস।

এবার আসুন কিভাবে দুরের কারো এমবির মেয়াদ বাড়িয়ে দিবেন! প্রথমে

 

grameenphone dot com/flexi-plan

 

এই লিংকে যান। তারপর

“Mobile Number” লেখার নিচের বক্সে আপনার নাম্বার দিন এবং

“Gift This” অফসনটাতে ক্লিক করে মার্ক করুন…. এবার দেখুন

“Gift To Mobile Number” নামের আরেকটা বক্স এসেছে, বক্সে আপনে যার সিমের এবির মেয়াদ বাড়িয়ে দিতে চান তার নাম্বারটা দিন এবং

“CONTINUE” লেখাতে ক্লিক করুন.. এবার দেখুন নিছের মত একটা পেজ এসেছে এবং আপনার নাম্বারে আগের মত একটা কোড গেছে, কোডটা এনে বক্সে বসিয়ে

“AGREE & CONTINUE” তে ক্লিক করুন। নিচের ছবির মত.. ব্যস কাজ শেষ।।।


জিপি থেকে জিপি বিভিন্ন এমবির প্যাকেজ উপহার দিতে পারেন, জিপি সিমে ব্যলেন্স ট্রান্সফার এর মত এমবি ও ট্রান্সফার করতে পারবেন ।

 

জিপি টু জিপি নাম্বার এ যে ভাবে এমবি ট্রান্সফার করবেন তা নিচে দেওয়া হলঃ

 

৭৫ এমবি = igift 75mb

receiver’s no senders name

২৫০ এমবি= igift 250mb

receiver’s no senders name

১ জিবি =igift 1gb

receiver’s no senders name

Smart Plan 299 = igift sp299

receiver’s no senders name

৪ এমবি = igift 4mb

receiver’s no senders name

পাঠিয়ে দিবেন ৫০০০ এ।


জিপি ব্যালেন্স ট্রান্সফার নতুন নিয়ম:

* এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

* বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে।

ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।

নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

রেজিস্টার করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI

পাঠিয়ে দিন1000 নম্বরে

ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR <স্পেস> **** (PIN) <স্পেস> 0171***(মোবাইল নম্বর) <স্পেস> 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।

মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।

ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা।

PIN নম্বর পরিবর্তন করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN <স্পেস> পুরনো PIN নম্বর <স্পেস> নতুন PIN নম্বর <স্পেস> আবারো নতুন PIN নম্বর।

যেমন: CPIN 1234 4321 4321

পাঠিয়ে দিন 1000 নম্বরে।


জিপি সিম হতে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ

Grameenphone: All Service type Stop all and send 2332

Grameenphone: Welcome tune : Type Stop and send to 4000

Grameenphone: Internet off *500*40#

Grameenphone: Facebook Type Stop and send to 32665

Grameenphone: Facebook USSD dial *325*22#

Grameenphone: Mobile Twitting Type Stop and send to 9594

Grameenphone: Call Block : Type Stop CB and send to 5678

Grameenphone: Missed Call Alert write STOP MCA and send to 6222

Grameenphone: Cricket Alert Service Stop Cric to 2002.

Grameenphone: Sports service Type STOP SN and SMS to 2002

Grameenphone: Cricket service, type STOP CR and SMS to 2002

Grameenphone: Mobile Backup Write Stop MB and send to 6000

Grameenphone: Buddy Tracker Type Stop and send to 3020

Grameenphone: Music News Type Stop BD and send to 4001

Grameenphone: Voice Chat dial 2828 and press 8

Grameenphone: Entertainment Box Type Stop and send to 1234

Grameenphone: Ebill type Ebill cancel and send to 2000.

Grameenphone: Job News type STOPJOBCATEGORY to 3003.

Grameenphone: Namaz timings: SMS STOP N to 2200.

Grameenphone: Hadith sharif SMS STOP H to 2200.


বাংলা লিংক সিমের সকল তথ্য


বাংলালিংক থেকে বাংলালিংকে MB ট্রান্সফার

বাংলালিংক থেকে বাংলালিংকে এমবি ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। এজন্য আপনার যা করতে / থাকতে হবে তা হল-

১। একটা বাংলালিংক সিম কার্ড থাকতে হবে।

২। সিমটি অবশ্যই বাংলালিংক প্লে প্যাকেজে থাকতে হবে।

(প্রথমে P লিখে 9999 নাম্বারে প্লে প্যাকেজ করে নেন আগের প্লে প্যাকেজ করা থাকলে করতে হবেনা)

৩। যাকে এমবি ট্রান্সফার করবেন তার ও বাংলালিংক প্লে প্যাকেজ থাকতে হবে।

৪। বাংলালিংক এ ৫ এমবি গিফট এর জন্য ডায়াল করুন

*132*15* যে নাম্বারে MB ট্রান্সফার করবেন ঐ নাম্বার #। মনে করি এমবি ট্রান্সফার করবেন 01966xxxxxx এই নাম্বারে। তাহলে এইভাবে ডায়েল করুন *132*15*01966xxxxxx# এবার আপনার নাম্বার থেকে ২ টাকা কেটে নেয়া হবে এবং ঐ নাম্বারে গিফট হিসেবে ৫ এমবি চলে যাবে।

৫। MB ইউজেস এর পরিমান জানতে ডায়াল করুন

*222*3#


বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার

বিস্তারিতঃ

সকল বাংলালিংক প্রিপেইড কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক ব্যালন্স ট্রান্সফার করতে পারবে অন্য বাংলালিংক প্রিপেইড কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের কাছে

নতুন সংযোগ চালুর এক মাস পর গ্রাহকগণ ব্যালেন্স ট্রান্সফার সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন

এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস উপভোগ করতে হলে আগে রেজিস্টার করতে হবে।

রেজিস্টার করতে হলে *1000# কোড ডায়াল করতে হবে এবং নিচে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে.

রেজিস্ট্রেশন এসএমএস করার পর ফিরতি এসএমএস -এ একটি PIN নাম্বার পাবেন

এই পিন নাম্বার ব্যবহার করেই সকল ব্যালেন্স ট্রান্সফার করা যাবে

প্রিপেইড ussd মেনুতেও এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস পাওয়া যাবে

সার্ভিসের জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিচে বর্ণিত আছে

সার্ভিস অ্যাক্টিভেশন পদ্ধতি

 

রেজিস্টার করতে হলেঃ

ডায়াল করুন *1000#⇒’Balance Transfer’⇒ ‘Set PIN’⇒ ‘New Pin’⇒’Confirm New PIN’⇒(পপ-আপ মেসেজ আসবেঃ) “You have successfully set your new PIN”

 

ব্যালেন্স ট্রান্সফার করতে হলেঃ

এসএমএস–এর মাধ্যমে

মেসেজ অপশনে যান এবং টাইপ করুন‘BTR<স্পেস>পরিমাণ<স্পেস>প্রাপকের মোবাইল নাম্বার<স্পেস>PIN’

মেসেজটি 1000 নাম্বারে পাঠান

আপনি একটি কনফারমেশন মেসেজ পাবেন

মেনুর মাধ্যমে

ডায়াল করুন *1000#⇒Balance Transfer⇒Amount⇒প্রাপকের নাম্বারটি লিখুন⇒ আপনার PIN লিখুন

Pin পরিবর্তন করতে হলে:

এসএমএস–এর মাধ্যমে

মেসেজ অপশনে যান এবং টাইপ করুন ‘CPIN<স্পেস>OLDPIN<স্পেস>NEWPIN’. উদাহরণ: ‘CPIN 1234 4321’

তারপর মেসেজটি 1000 নাম্বারে পাঠিয়ে দিন

USSD মেনুর মাধ্যমে

ডায়াল করুন *1000#⇒Change Pin⇒বর্তমান PIN লিখুন ⇒নতুন PIN লিখুন ⇒PIN নিশ্চিত করুন

শর্তাবলীঃ

এক ট্রান্সফারে সর্বনিম্ন ৳১০ এবং সর্বোচ্চ ৳১০০ পাঠানো যাবে ( কোন ভগ্নাংশ ব্যতীত)

এক দিনে সর্বোচ্চ ৳৫০০ আর এক মাসে সর্বোচ্চ ৳১০০০ ট্রান্সফার করা যাবে

পরিমাণটি পূর্ণসংখ্যা হতে হবে আর নাম্বার ব্যতীত কোন রকম অক্ষর লিখা যাবে না, (যেমন ৳৫০)কোন রকম ভগ্নাংশ থাকা যাবে না।

USSD কোড *1000# ডায়াল করে সার্ভিসটির জন্য রেজিস্টার করতে হবে

এসএমএস বা USSD (*1000#) – দুই পদ্ধতিতেই ব্যালেন্স ট্রান্সফার করা যাবে

প্রতিদিন রাত ১২টার পর দৈনিক সীমা রিসেট করা হবে

 

প্রমোশনাল চার্জঃ

৳২.৪৪ (ভ্যাট, এসডি ও এসসি সহ), প্রেরকের ব্যালেন্স থেকে

৳২.৪৪ (ভ্যাট, এসডি ও এসসি সহ), প্রাপকের ব্যালেন্স থেকে


বাংলালিংক সিম হতে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ রাখুন

অটোমেটিক “টাকা/ডাটা” কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড গুলো আপনাদের দিচ্ছি সংগ্রহ করে রাখুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে উপকৃত করুন। এছারা আরও বিভিন্ন ইনফর্মেশন এবং সকল সিমের ইন্টারনেট অফার গুলো জানতে/পেতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন…।।

Banglalink Unnecessary Service Stop Code: I think you have to face so much problem for this survice. That because i gave all the Unnecessary Service Stop Code. Get this codes and solv Unnecessary problems.

 

BANGLALINK UNNECESSARY SERVICE AND SMS STOP CODE

 

Technology news: Dial *6397*3*1*2# For Deactivation.

 

Banglalink local radio: To deactivate banglalink local radio SMS “Stop” to 2001.

 

Missed Call Alert: For Deactivate SMS “Stop” to 622.

 

Banglalink Megamind: For Unsubscribe Dial *360*1*2#.

 

Hajj portal: For Unsubscribe SMS “Stop” to 2200.

 

Priyo tune: For Deregister SMS “Stop” to 4000.

 

Namaz timing alert: For Unsubscribe Dial *2200*3*8#.

 

Entertainment news: For Deactivate Dial *6397*2*2*2#.

 

Amar tune: For Deregister SMS “Stop” to 2222.

 

Music Station: For Deregister SMS “Stop” to 5858.

 

International news: For Unsubscribe Dial *6397*6*7*1*2#

 

Call Block: For Unsubscribe SMS “Stop” to 8181.

 

Sportszone Cricket Update: For Deactivate Dial *2002*1*2#

 

Sportszone Football Update: For Deactivate Dial *2002*2*2#.

 

Love & Fun Portal: For Deactivate SMS “Stop Fun” to 4636.

 

BL Store: For Deactivate Dial *7076*118*2#.

 

HiBuddy SMS Chat: For Deactivate Dial *2077*2#.

 

Jobs link: For Unsubscribe SMS “STOP JOBS” to 3003.


রবি সিমের সকল তথ্য


রবিতে MB মেয়াদ বাড়াতে

রবিতে ও ডাটার মেয়াদ বাড়াতে পারবেন, আগে নিচের লিংকে গিয়ে রবি নাম্বার দিয়ে সাইন আপ করুন তারপর সব ধরনের ডাটা প্যাক ও মেয়াদ সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি ৪ এমবি ৩০ দিন ৩.৫০ টাকা সর্বনিম্ন প্যাক থেকে যেকোন ডাটা প্যাকের ডাটা ও মেয়াদ ইচ্ছামত নিতে পারবেন।

লিংক:

robimynet গিট com/om/signup.jsp


রবি থেকে রবিতে MB ট্রান্সফার

রবি টু রবি MB ট্রান্সফার করার নিয়ম

১০ এম.বি ট্রান্সফার করতে হলে ডায়াল করুন *১৪১ & ৭১২*১১* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

২৫ এম.বি ট্রান্সফার করতে হলে ডায়াল করুন *১৪১ & ৭১২*৯* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

৬০ এম.বি ট্রান্সফার করতে হলে ডায়াল করুন

*১৪১ & ৭১২*৪* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #

আরো জানতে *141*1#


রবি ব্যালেন্স ট্রান্সফার

ব্যালেন্স ট্রান্সফারের জন্য একটা নতুন সেবা চালু করা হয়েছে। প্রিপ্রেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই যে কোন সময়ে যে কোন রবি প্রিপেইড একাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।

এই সেবা রবির গ্রাহকগণকে যোগাযোগের ক্ষেত্রে চমৎকার সুযোগ করে দেবে। ব্যালেন্স ১ টাকার কম থাকলেও গ্রাহকগণ যোগাযোগ করতে পারবেন। রবির প্রিপেইড গ্রাহকগণ যে কোন রবি নম্বরে ব্যালেন্স চেয়ে অনুরোধ পাঠাতে পারেন। এধরনের সুযোগ বাংলাদেশে এই প্রথম।

 

কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন?

ব্যালেন্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন নেই। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালেন্স গ্রহণকারীর নম্বর)|

প্রথমবার লেনদেনের পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন।

সফলভাবে ট্রান্সফারের পর আপনি একটি পিন কোড পাবেন। পুনরায় ট্রান্সফার এর জন্য পিনটি ব্যবহার করুন। পিনটি বন্ধ করতে off <আপনার পিন> লিখে ১২১০ নম্বরে এসএমএস করুন।

আইভিআরের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ১২১০ ডায়াল করুন।

ব্যালেন্স ট্রান্সফার করতে *১৪০*৬*১# ডায়াল করুন।

 

কিভাবে ব্যালান্সের জন্য অনুরোধ পাঠাবেন?

অনুরোধ পাঠাতে আপনার একাউন্টে মাত্র ৬০ পয়সা থাকলেই চলবে।

মেসেজ এর অপশনে যত টাকা চান তার পরিমাণ (যেমন, ২৫) লিখে ১২১১ ০১৮yyyyyyyy নম্বরে এসএমএস পাঠান (এখানে ০১৮yyyyyyyy হচ্ছে ব্যালেন্স প্রদানকারীর নম্বর)|

দাতা অনুরোধটি এসএমএস হিসাবে পাবেন

ব্যালান্সের জন্য অনুরোধ করতে *১৪০*৬*২# ডায়াল করুন।

 

আপনি যখন একটি অনুরোধ পাবেন:

অনুরোধটি গ্রহণ করলে, Y লিখে এসএমএস এর উত্তর দিন;

অনুরোধটি গ্রহণ না করলে, N লিখে এসএমএস করুন;

অনুরোধটি ব্লক করতে চাইলে, B লিখে এসএমএস করুন।

 

চার্জ (খরচ):

প্রেরকের কাছ থেকে ২.০০ টাকা (+ সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট) এবং

গ্রাহকের কাছ থেকে ২.০০ টাকা (+ সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট) কেটে নেওয়া হবে (প্রাপ্তির পরিমাণ থেকে)।

 

নোট

১. ব্যালেন্স ট্রান্সফার সেবা ব্যবহার করার জন্য, আপনার সংযোগটি অবশ্যই নুন্যতম ৩০ দিন চালু থাকতে হবে।

২. একজন প্রিপ্রেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু প্রতি ট্রান্জাক্শন-এ সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

৩. একজন পোস্টপেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু প্রতি ট্রান্জাক্শন-এ সর্বোচ্চ ১০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

৪. প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকদের জন্য সর্বনিম্ন ট্রান্সফারের পরিমাণ হবে ৫ টাকা এবং একমাসে সর্বোচ্চ ১,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

৫. ট্রান্সফারের পরিমাণ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। (যেমন, ১৫.৩০ টাকা প্রযোজ্য না)।

৬. সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট এবং শর্ত প্রযোজ্য।

৭. (ভয়েস) নির্দেশনা শুনেও আপনি সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনার রবি নম্বর থেকে ১২১০ নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুযায়ী আপনার কাঙ্খিত রবি নম্বরে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।


রবি সিম হতে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করুন

Robi Sim থেকে টাকা কেটে নেয়, আর কাটবেনা!!

Robi সিম থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করুন। কোডগুলো জেনে নিন, অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে আপনার টাকা? আর গায়েব হবে না। টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোডগুলো নিম্নে দেওয়া হলো।

কোডগুলো :

>> Robi Goongoon : Type “off” to 8466

>> Robi Internet off Dial : *8999*00#

>> Robi Missed all alert dial : *140*2*1*2#

>> Robi Phone back up : *140*2*2*6#

>> Robi Call Block : *140*2*3*6#

>> Robi Facebook Type : “Stop” and send to 32665

>> Robi Blaast Type : STOP and send to 21291

>> Robi Voice Tube : “Unsub” or ‘UNSUB’ to 808088

>> Robi Circle- Type : CSTOP & send to 8880.

>> Robi Locator service Type : “off” & send to 1818

>> Robi Daily WAP content @ TK 1- type : Off and send 21290.

>> Robi Breaking News Alerts : dial *140*8*1*2*3#

>> Robi Fun Portal : “joke off” to 4636.

>> Robi Kid- Zone SMS : “off” to 8543

>> Muslim Life on Robi SMS : “OFF” to ‘21279’

>> Robi Ibadat Portal : type off and send 80807.

>> Robi Women Zone Service type : “STOP WZ” & sent to 8378

>> Robi Cricket World : Call 8274 number and follow the instruction [press 7 then press 2]

>> Robi Shorgol (community service) To unsubscribe, SMS community nameStop to 9090


এয়ারটেল সিমের সকল তথ্য


এয়ারটেল সিম এ MB মেয়াদ বাড়ান

এয়ারটেল সিম এ MB এর মেয়াদ বাড়ানো যায়, মেয়াদ শেষ হলে ও MB গুলো থেকে যায়।

মেয়াদ শেষ হয়ে গেলে এরপর তখন যদি নতুন করে MB নেন তাহলে ঐ পুরনো MB গুলো নতুন গুলোর সাথে যোগ হয়ে মেয়াদ বাড়িয়ে দিবে।


এয়ারটেল থেকে এয়ারটেলে MB ট্রান্সফার

শুধু এয়ারটেল থেকে এয়ারটেলে কার্যকর হবে।

এয়ারটেল ১০ এমবি ট্রান্সফার করা উপায় বা নিয়ম

10 – এমবির জন্য ডায়াল

* 141 * 712 * 11 * প্রাপক এর নাম্বার#

এয়ারটেল ২৫ এমবি ট্রান্সফার

এয়ারটেল 25MB-ডায়াল ট্রান্সফার করতে

ডায়াল করুন * 141 * 712 * 9 * প্রাপক নাম্বার #

এয়ারটেল ৬০ এমবি ট্রান্সফার করার নিয়ম

স্থানান্তর 60mb-ডায়াল করুন

* 141 * 712 * 4 * প্রাপকের নাম্বার #

আরো জানতে দয়া করে ডায়াল করুন

* 141 * 1 #


এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার

কিভাবে রেজিস্টার করবেন:

‘Reg’ লিখে ১০০০ নম্বরে এসএমএস করুন

ফিরতি এসএমএস-এ আপনাকে একটি ৪ ডিজিটের পিন নম্বর দেয়া হবে, সংরক্ষণ করে রাখুন

 

কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন:

আপনার মোবাইল হ্যান্ডসেটের মেসেজ অপশন থেকে নতুন মেসেজ লেখার অপশনে যান

ব্যালেন্স পাঠাতে হলে যথাক্রমে ‘Btr’, খালি জায়গা, পিন নম্বর, খালি জায়গা, সেবা গ্রহীতার প্রিপেইড নম্বর এবং সবশেষে পাঠানো টাকার পরিমাণ লিখুন (উদাহরণBtr_XXXX_016XXXXXXX )

এসএমএসটি পাঠিয়ে দিন ১০০০ নম্বরে

ফিরতি এসএমএস এ ব্যালেন্সের পরিমান উল্লেখ করে প্রেরক এবং প্রাপক উভয়কেই জানিয়ে দেয়া হবে।

 

মূল্য এবং অন্যান্য খরচ:

প্রেরক: এসএমএস চার্জ ২ টাকা + ভ্যাট

প্রাপক: সার্ভিস চার্জ ২ টাকা + ভ্যাট


এয়ারটেল সিম হতে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করুন

airtel Promotional SMS Call Dial *121*9*2# (free)

airtel facebook ussd Dial *325*22# and to confirm press 1

airtel Caller tune & My tune Dial *121*3*1#

airtel Music & entertainment / mRadio Dial *121*3*2#

airtel Mobile Backup Dial *121*3*3#

airtel Miss call alert Dial *121*3*4#

airtel Classified service Dial *121*3*5#

airtel Cricket Dial *121*3*6#

airtel Religious alert Dial *121*3*7#

airtel Health & Education Dial *121*3*8#

airtel Horoscopes Dial *121*3*9#

airtel News Service Dial *121*3*10#

airtel Weather forecast Dial *121*3*11#

airtel Voice mail Dial *121*3*12#

airtel Intl. Roam SMS Dial *121*3*13#

airtel Jokes Dial *121*3*14#

airtel Call block service Dial *121*3*15#

ইন্টারনেট প্যাক সাবসক্রাইব করে


যদি আপনি কোন ইন্টারনেট প্যাকে সাবসক্রাইব করা থাকে এবং ওই প্যাক চালু থাকে ও ব্যালেন্সে পর্যাপ্ত টাকা থাকে তবে মেয়াত বাড়াতে হবে না ।

 

ওই প্যাক এ মেয়াদ শেষ হলে আবার

rewal হয়ে আগের ব্যালেন্সের সাথে এমবি যোগ হবে । আর যদি আপনি

un-subscribe করেন তাহলে এমবির মেয়াদ বাড়ানো যাবে না ।

 

তাই নিয়মিত ইন্টারনেট প্যাক সাবসক্রাইব হয়ে থাকুন আর ইন্টারনেট চালাতে থাকুন । আপনার ইন্টারনেট এর ফুল ভলিউম দেখতে

*5000*500# ডায়াল করুন ।


মোবাইলের টাইমটা বদলে দিয়ে এমবি’র মেয়াদ বাড়ান


আমরা অনেকে নেট কিনি ১০০, ৬০০, ১০২৪ বা তার বেশি এমবি অনেক সময় এমন সব প্যাক আমরা কিনি যেগুলোর মেয়াদ ২৪ ঘন্টা।

কিন্তু অনেক সময় দেখা যায় বেশি এমবি কিনে ফেলেছি কিন্তু মেয়াদ কমের কারনে অনেক এমবি নস্ট হয়।

কিন্তু কেনার আগে একটা ট্রিক এপ্লাই করুন।

সেটা হলো ধরুন আপনি ৫০০ এমবি কিনবেন ২৪ঘন্টা মেয়াদ আর এখন বাজে বিকেল ৩টা অর্থাৎ আগামীকাল ৩টায় মেয়াদ শেষ।

আপনি যদি এমবি কেনার আগে মোবাইলের টাইমটা বদলে দেন তাহলে কি হয়?

মোবালের বর্তমান টাইম সকাল ৭টা পাল্টে করুন রাত ১১টা মোবাইল অফ করে অন করুন welcome… আসলে কেন্সেল বা ব্যাক চাপুন দেখুন টাইম ১১টা আছে কিনা?

যদি থাকে তাহলে এবার এমবি কিনুন ……. এবার এমিবি চেক করুন মেয়াদ আগামিকাল রাত ১১ টা পর্যন্ত আছে এবার মোবাইল অফ করে অন করুন wel…. to. ….. তে ইয়েস চাপুন এবার টাইম ঠিক করে পরের দিন রাত ১১টা পর্যন্ত নেট চালান।


প্লে প্যাকেজ করে নিন


প্রথমে আপনার যে সিমটাতে ইন্টারনেট রয়েছে,সেই সিমটি প্লে প্যাকেজ করে নিন,প্লে প্যাকেজ চেক করার নিয়ম..
*999*2# যদি প্লে প্যাকেজ করা থাকে তো ভালো আর যদি না করা থাকে তাহলে
P লিখে 9999 তে একটা মেসেজ করলে প্লে প্যাকেজটি এ্যাক্টিভ হয়ে যাবে। এবার অন্য আরেকটা বাংলালিংক সিমে একই ভাবে প্লে প্যাকেজ টি করে নিন।

 

এরপর অন্য সিম দিয়ে আপনার সিমে যেভাবে মেয়াদ বাড়াবেন! এইভাবে ডায়াল করবেন
*132*15* যেই সিমে মেয়াদ বাড়াবেন সেই সিমের নাম্বার #

 

মাত্র 2.44 টাকা কেটে ১ দিন মেয়াদ বেড়ে যাবে।


৯ টাকা, ২২ টাকা ও ৩৮ টাকা রিচার্জ করে


৯ টাকায় ২ জিবি

অফারটি পেতে হলে আপনাকে ১৯ টাকা রিচার্জ করে আপনার বন্ধ কিংবা নতুন সিমটি এক্টিভ করতে হবে।

 

৯ টাকায় ২ জিবি কিনতে ডায়াল করুন

*১৩২*৩১#

১ জিবি ইন্টারনেট এবং ১ জিবি ফেসবুক ডাটা পাবেন।

১ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২ টা – দুুপুর ২ টা

১ জিবি ফেসবুক ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা

মেয়াদ পাবেন ৩০ দিন

 

অফার চলাকালীন যতবার খুশি নেয়া যাবে।

 

ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৫০১#


২২ টাকা রিচার্জ করে

২২টাকা রিচার্জে পাবেন

 ২২ এমবি ফ্রি ইন্টারনেট।

টেলিটক নম্বরে ৩০ পয়সা/মিনিট কলরেট।

অন্য নম্বরে ৬০ পয়সা/মিনিট কলরেট

ফ্রি ইন্টারনেটের মেয়াদ ১ দিন ও কলরেটের মেয়াদ ১০ দিন।


৩৮ টাকা রিচার্জ করে

৩৮ টাকা রিচার্জে পাবেন ৩৮ এমবি ফ্রি ইন্টারনেট।

টেলিটক নম্বরে ৩০ পয়সা/মিনিট কলরেট।

অন্য নম্বরে ৬০ পয়সা/মিনিট কলরেট

ফ্রি ইন্টারনেটের মেয়াদ ১ দিন ও কলরেটের মেয়াদ ১৫ দিন।

ইন্টারনেট ব্যালান্স চেক করতে *১৫২# ডায়াল করুন।


শুধুমাত্র ১.৮২ টাকা খরচ করে


★1. প্রথমে নেট ডিএক্টিভ করুনঃ

*5000*0*4*3# অথবা মেসেজ অপশনে STOP লিখে 5000 সেন্ড করুন অথবা 5000 এ কল করে নেট ডিএক্টিভ করেন। একটা মেসেজ আসবে। মেসেজ আসবে।

 

★2. তারপর ইজিনেট চালু করুন ফ্রিতেঃ

Easy net এক্টিভ করতে ডায়াল করুন

*5000*55# একটা মেসেজ আসবে। মেসেজ আসবে।

 

★3. নিচে দেয়া কোড ডায়াল করে এর পর Social পেক চালু করেন এক দিনেরটা

*5000*8*1*1*2#। এরপর একটা মেসেজ আসবে। এরপর

*566*10# ডায়াল করে দেখেন এক মাস বেড়ে গেছে মেয়াদ।


শুধুমাত্র কোড ডায়াল করে


১.  ইন্টারনেট ডিএক্টিভ করুন। ডায়াল

*৫০০০*০*৪*৩

#

২. আবার ইন্টারনেট একটিভ করুন ডায়াল

*৫০০*১

#

৩. ইজিনেট চালু করুন ডায়াল

*৫০০০*৫৫

#

৪. ফ্রি নিন ২০ এমবি ডায়াল

*৫০০০*১৬৮

#

৫. কনফার্মেশন মেসেজ পাওয়ার পর এমবি চেক করুন ডায়াল

*৫৬৬*১০

#

 

লক্ষণীয় বিষয় হচ্ছে

,

যদি ওই সিম এ আপনি আগে ২০ এমবি ফ্রি নিয়ে থাকেন এবং তার সময় সীমা যদি একমাস অতিক্রম করে তাহলে আপনি আবার অনায়াসেই পেয়েযাবেন ২০ এমবি পাবেন যা আপনার মুল একাউন্টের সাথে যোগ হয়ে মেয়াদ হয়ে যাবে ১মাস।।।

 

কিন্তু যারা পাবেন না

,

সে সকল ভাইয়েরা বাকি সবকিছু ঠিক রেখে উপরের

৪ নং কাজ টি না করে

****উক্ত সিমে ২৯ টাকা ফ্লেক্সি করুন ব্যস।

****

 

NOTE:

♨♨ 

তবে এই পদ্ধতিতে করে আপনার মেগাবাইটের মেয়াদ শেষ হওয়ার আগে করবেন কেননা ২৯ টাকা রিচার্জে ২৯ এমবি আসতে অনেক সময় ১/২ দিন সময় লাগে।।।

 

☏☎ 

ভাইয়েরা আর এই ২৯ টাকা কিন্তু আপনার একাউন্টে থেকে যাবে।


Wowbox দিয়ে ফ্রি ২০এমবি


প্রথমে

*5000*0*4*3#

তারপর

*5000*55#

তারপর

Wowbox দিয়ে ফ্রি ২০এমবি নিয়ে ফ্রিতে বাড়াতে পারবেন।

আর যদি

wowbox দিয়ে এমবি না নিতে পারেন তাহলে

*5000# ডায়াল করে

২টাকায় ৪এম্বি প্যাকটা কিনুন মেয়াদ ১মাস হয়ে যাবে আশা করছি।


সব সিমের প্রয়োজনীয় USSD নাম্বার সমূহ


সব সিমের প্রয়োজনীয় USSD নাম্বার সমূহ: আমরা সকলেই কম বেশী সকল ধরনের সিম ব্যবহার করে থাকি । কিন্ত সব সময় সকল সিমের USSD নাম্বারগুলো মনে থাকে না । অথবা সিমের বেশিরভাগ USSD কোডই আমাদের অজানা থাকে। তখন পড়তে হয় বিশাল ভেজালে। তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাদের দিচ্ছি সিমগুলোর সবচেয়ে প্রয়োজনীয় USSD কোডের কালেকশন। কোডগুলো রেখে দিতে পারেন, কোন একসময় আপনার কাজে লাগতে পারে।

 

ব্যালেন্স চেক করতেঃ

 

GP : *566#

Banglalink: *124#

Robi: *222#

Airtel: *778#

Teletalk : *152#

Citycell: *887

 

নিজের নাম্বার দেখতেঃ

 

GP : *2#

Banglalink: *511#

Robi: *140*2*4#

Airtel *121*6*3#

Teletalk : TAR লিখে 222 তে সেন্ড করুন

Citycell : mdn লিখে 7678 তে সেন্ড করুন

 

ইন্টারনেট ব্যালান্স চেক করতেঃ

 

GP : *567#

Banglalink: *5000*500#

Robi: *8444*88#

Airtel: *778*39#

Teletalk : U লিখে 111 তে সেন্ড করুন

 

রিচার্জ করতেঃ

 

GP : *555* গোপন নাম্বার #

Banglalink: *123* গোপন নাম্বার#

Robi: *111* গোপন নাম্বার#

Airtel: *787* গোপন নাম্বার#

Teletalk : *151* গোপন নাম্বার#

Citycell: *888

 

এফএনএফ সেট করতেঃ

 

GP :*2888#

Banglalink: *121*4#

Robi: *140#

Airtel: *121*4#

Teletalk : Add লিখে স্পেস দিয়ে নাম্বার লিখে 363 তে সেন্ড করুন

Citycell: নাম্বার লিখে 1111 তে সেন্ড করুন

 

কাস্টমার কেয়ারে ফোন করতেঃ

 

GP :121 ডায়াল করুন

Banglalink: 121 ডায়াল করুন

Robi: 123 ডায়াল করুন

Airtel: 786 ডায়াল করুন

Teletalk : 121 ডায়াল করুন

Citycell: 121 ডায়াল করুন

 

উল্টা-পাল্টা এসএমএস সার্ভিস বন্ধ করতেঃ

 

Robi: 1111 লিখে যেই নাম্বার থেকে এসএমএস আসে সেই নাম্বারে সেন্ড করুন।

Banglalink: *121*5*1#

 

অল ইন ওয়ান মেনুঃ

 

GP : *111#

Banglalink: *121#

Robi: *140#

Airtel: *121#


Leave a Comment