SHAREit এর বিকল্প ফাইল ট্রান্সফার অ্যাপ এখন ফাইল শেয়ার হবে SHAREit থেকে ও আরো দ্রুতগতিতে

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা অনেকেই ফাইল ট্রান্সফারের জন্য শেয়ারইট ব্যবহার করে থাকি কিন্তু SHAREit রয়েছে অসংখ্য বিজ্ঞাপন এবং খুব খারাপ বিজ্ঞাপন তাই আজকে আপনাদের মাঝে দারুন একটি ফাইল টেনাসফার অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব। Files মূলত গুগলের তৈরি একটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত অ্যাপ এখান থেকে SHAREit এর থেকেও দ্রুত গতিতে ফাইল টেনাসফার করা যায়।

Software Details

Name : Files
Application Author : Google LLC
Release date : December 1, 2017
Files App এর ফিচারসমূহ
• দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন
• সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত
• ফাইল ম্যানেজার
• ভাইরাস ক্লিনার
• ফাইল লক
• ফাইল লুকানো
গুগোল এর তৈরি অ্যাপ্লিকেশন হওয়ায় আপনার সমস্ত ছবি এবং আপনার ডকুমেন্টস সম্পূর্ণ নিরাপদ।

Files অ্যাপ এর ভিতরের কিছু স্ক্রিনশট দেওয়া হলো :

হোমপেজঃ এখান থেকে junk / virus ফাইল ডিলিট করে দেওয়া যাবে।

junk / virus ফাইল ডিলিট করতে clear আর এ ক্লিক করুন।

এখানে safe folder থেকে যেকোন ফাইল লক/লুকাতে করতে পারবেন।

ফাইল ম্যানাজারঃ অনেক ফোনে ভালো ফাইল ম্যানেজার থাকে না তাই বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারেন।

এবং সর্বশেষ কথা হচ্ছে এখান থেকে যেকোন ফাইল অন্য ফোনে খুব সহজেই আদান-প্রদান করতে পারবেন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ

Leave a Comment