দারিদ্র বলতে কী বুঝ? দারিদ্র কত প্রকার ও কী কী?

দারিদ্রতা বলতে কী বুঝ? দারিদ্র কত প্রকার ও কী কী? দারিদ্র বলতে কী বুঝ? দারিদ্র কত প্রকার ও কী কী?

দারিদ্র বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহারের অধিকার হতে বঞ্চিত অর্থনৈতিক সামাজিক ও মানসিক অবস্থাকে বোঝায়। অন্যকথায় দরিদ্র হচ্ছে অর্থনীতির একটি নেতিবাচক অবস্থা মানুষের অর্থনৈতিক দুর্বলতা অস্বচ্ছলতা ও অক্ষমতা হলো দারিদ্র ।

দারিদ্র্যের ধরন (Types of poverty)

সংজ্ঞা অনুসারে দারিদ্র্যকে তিনটি প্রধান স্তরে বিভক্ত করা যায়। এগুলো হচ্ছে।

১. সাধারণ অর্থে দারিদ্র্য (General poverty)

সাধারণ অর্থে সাবিয়া হচ্ছে অর্থনীতির এমন একটি পর্যায় বা অবস্থা যেখানে ব্যক্তি বা পরিবার কোনোমতে তাদের মৌলিক চাহিদাসমূহ পূরণ করতে সক্ষম হয়। দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদার অতিরিক্ত কিছু তারা মেটাতে পারে না বা সচ্ছল জীবনযাপন করতে সক্ষম হয় না।

২. আপেক্ষিক দারিদ্র্য (Relative poverty)

সমাজের অন্যদের অপেক্ষা অনগ্রসর বা নিম্নতর আর্থিক অবস্থাকে আপেক্ষিক দারিদ্র্য বলা হয়। উন্নত জীবনযাপনের উপকরণ সংগ্রহের আর্থিক ক্ষমতার তারতম্য হলো আপেক্ষিক দারিদ্রদ্র্য; যেমন: একজন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বাস করে: অপরজনের ঘরে বৈদ্যুতিক পাখা আছে, এর বেশি তার সংগতি নেই। এখানে দ্বিতীয়জন প্রথমজন অপেক্ষা দরিদ্র। আবার পঞ্চাশ বছর আগে বাংলাদেশের দারিদ্রদ্র্য এবং বর্তমানের দারিদ্র্যের রূপ এক নয়। তেমনি কোনো উন্নত দেশের দারিদ্র্য আর বাংলাদেশের দারিদ্র্যেও ভিন্নতা রয়েছে। এটিও আপেক্ষিক দারিদ্রদ্র্য। বর্তমান খোদ আমেরিকাতেও দারিদ্রদ্র্য-রেখা হিসাব করে যাদেরকে দরিদ্র বলা হয় তাদের অবস্থা বাংলাদেশের অনেক ধনীর চেয়ে উন্নত। এটাই আপেক্ষিক দারিদ্র্য।

৩. পরম বা অনপেক্ষ দারিদ্র্য (Absolute poverty)

পরম দারিদ্র্য বলতে এমন একটি আর্থ-সামাজিক অবস্থাকে বোঝায় যেখানে মানুষ মৌলিক চাহিদাসমূহ সঠিকভাবে পূরণ করতে পারে না। পরম দরিদ্র মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়েজানীয় সম্পদ, সক্ষমতা ও স্বাধীনতা থাকে না। এমনকি পরম দরিদ্র মানুষ দৈনিক ১৫০ টাকা উপার্জন করতে পারে না।

৪. চরম দারিদ্র্য (Extrem Poverty)

পরম বা অনপেক্ষ দারিদ্র্যের পরবর্তী স্তর হলো চরম দ্রারিদ্র্য। চরম দরিদ্র মানুষের অবলম্বন ভিক্ষাবৃত্তি।

Leave a Comment


The reCAPTCHA verification period has expired. Please reload the page.